সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এ্যান্ড কলেজের ২০২২ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি

সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এ্যান্ড কলেজের ২০২২ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নির্দেশনাবলী নিম্নরূপ

  • ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফরম www.govtsmmsc.edu.bd এই ঠিকানা থেকে সংগ্রহ করে তা কম্পিউটারে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ০১/১২/২০২১ খ্রিঃ তারিখ হতে ২০/১২/২০২১ খ্রিঃ বেলা ১:০০ ঘটিকার মধ্যে অফিস কক্ষে জমা দিয়ে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে।
  • ভর্তি ফরম এর মূল্য বাবদ ১১০/- (একশত দশ) টাকা প্রাইম ব্যাংক ঈশ্বরদী শাখায় চলতি হিসাব নং ২১৭৯১১৭০১৪৮৭৯ অনুকুলে জমা দিয়ে রশিদ সংগ্রহ করত: মূল রশিদের কপি আবেদন ফরম এর সাথে সংযুক্ত করতে হবে এবং মূল রশিদ এর ফটোকপি সংরক্ষণ করতে হবে।

আবেদন পত্রের সঙ্গে নিম্নোক্ত কাগজ পত্রাদি জমা দিতে হবে।

ক) পঞ্চম শ্রেণী পাশের প্রত্যয়ন পত্রের ফটোকপি।

খ) শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের ফটোকপি।

গ) অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

ঘ) বর্তমান ঠিকানার প্রমাণ স্বরূপ মেয়র/চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়ন পত্র।

ঙ) শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।

  • পোষ্য, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধি, শিক্ষা কোটার ক্ষেত্রে প্রমাণাদির প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

অঙ্গীকারনামা

  • আমি শপথ করছি যে, আবেদন পত্রে উল্লেখিত বিবরণসমূহ সত্য ও যথাযথ এবং যদি ইহার কোনটি মিথ্যা প্রমাণিত হয়।

তবে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

  • আমি শপথ করছি যে, বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে বিদ্যালয়ের আইন-কানুন সমূহ যথারীতি মেনে চলব এবং কোন পরিস্থিতিতেই আমি তা ভঙ্গ করব না। বিদ্যালয়ের আইন-কানুন ভঙ্গ করলে আমার বিরুদ্ধে বিদ্যালয়ের বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
  • আমি শপথ পূর্বক ঘোষণা করছি যে, অত্র বিদ্যালয়ে অধ্যয়ণকালে আমি কোন প্রকার রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কার্যক্রমে জড়িত হব না অথবা অন্য কোন ছাত্রের পক্ষে অশোভন হয় এমন কোন উচ্ছৃঙ্খলমূলক আচরণ করবনা।
  •  আমি আরো শপথ করে বলছি যে, সাময়িক কোন পরীক্ষা এবং জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষার পূর্বে নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য হতে না পারলে চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন আবেদন বা সুপারিশ করবনা।

 

অভিভাবকের ঘোষনাপত্র

> নবম শ্রেণিতে বিভাগ নির্ধারণের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকব।

> আমার পোষ্য প্রদত্ত তথ্যাদি সম্পূর্ণ সত্য। কোনটি মিথ্যা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সম্পূর্ণ অধিকার প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এখতিয়ারভূক্ত।

> আমার পোষ্য যাতে বিদ্যালয়ের আইন শৃঙ্খলা মেনে চলে সেদিকে লক্ষ্য রাখব।

> সাময়িক পরীক্ষা এবং জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষার পূর্বে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হলে সে ব্যাপারে কোনরূপ সুপারিশ করবনা এবং বিদ্যালয়ের প্রচলিত বিধান অনুযায়ী যে কোন সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকব।

> আমার পোষ্যকে অত্র প্রতিষ্ঠানে ভর্তির পাশাপাশি অন্য প্রতিষ্ঠানে বা কোচিং-এ ভর্তি করলে এখানকার ভর্তি বাতিল বলে মেনে নিতে বাধ্য থাকব।

*  ২২/১২/২০২১ খ্রি: তারিখে সকাল ১০.৩০ মিনিটে লাটারীর মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।


নির্দেশনায়

মোঃ আয়নুল ইসলাম

অধ্যক্ষ

সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এ্যান্ড কলেজ, ঈশ্বরদী।

Comments are closed.